Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ শাখা, বাগেরহাট
নাগরিক সেবা

বাগেরহাট কালেক্টরেটের সাধারণ শাখায় যে সকল জনসেবামুলক কাজ করা হয় তার তালিকাঃ

১।         যাবতীয় সরকারি ও বে-সরকারি মুদ্রণালয়ের ছাপাখানা ও পত্রিকা প্রকাশের অনুমতি প্রদান করা হয়।

২।         সামরিক ও বে-সামরিক নিয়োগ কার্যক্রম প্রচার।

৩।         পবিত্র হজ্ব পালনের যাবতীয় কার্যক্রম গ্রহণ।

৪।         পর্যটন সংক্রান্তযাবতীয় কার্যক্রম।

৫।         সকল জাতীয় দিবস উদ্যাপন সংক্রান্ত কার্যক্রম ও তৎ সংক্রান্ত‡পাস্টার বিতরণ ।

৬।         জনস্বাস্থ্য, প্রতিবন্ধি ও সমাজসেবা সংক্রান্তযাবতীয় কার্যক্রম।

৭।         মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ সংক্রান্তকার্যক্রম।

৮।         খাদ্য সংক্রান্তযাবতীয় কার্যক্রম।

৯।         স্মারকলিপি সংক্রান্ত।

১০।        আদিবাসি সনদপত্র সংক্রান্তযাবতীয় কার্যক্রম।

১১।        ধর্মী উৎসব পালন সংক্রান্ত  প্রশাসনিক কার্যক্রম।

১২।        বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা সংক্রান্ত  কার্যক্রম।

১৩।       দারিদ্র বিমোচন সংক্রান্তকার্যক্রম।

১৪।        মৎস্য সংক্রান্ত  যাবতীয় কার্যক্রম।

১৫।        করাত কল সংক্রান্ত  যাবতীয় কার্যক্রম।

১৬।       মানবাধিকার সংক্রান্তজাবতীয় কার্যক্রম।

১৭।        পানি সম্পদ সংক্রান্ত  কার্যক্রম।

১৮।       জেলা উন্নয়ন সমবায় সমন্বয় এবং যুব উন্নয়ন সংক্রান্ত  কার্যক্রম।

১৯।        মোংলা পোর্ট অথরিটির ব্যবস্থাপনাধীন সড়ক মেরামত সংক্রান্ত  কার্যক্রম।


চলতি প্রকল্পসমূহ


কার্যক্রম

 

 

ক্রঃনং

সেবারনাম

সেবাপ্রদানেরপদ্ধতি

সেবাপ্রদানেরসময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

হজ্জ্ব সংক্রান্ত ও অন্যান্য ধর্মীয় কার্যাবলী

হজ্জ্বে গমণেচ্ছু ব্যক্তিগণ নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে ব্যাংক ড্রাফট, ছবি, ঠিকানা সম্বলিত খাম ও ডাকটিকেটসহ হজ্জ্বের আবেদন ফরম ও আর্ন্তজাতিক পাসপোর্ট এ শাখায় জমা প্রদান করে।

নির্ধারিত তারিখের মধ্যে হজ্জ্বের আবেদন পত্রগুলি হজ্জ অফিস, ঢাকায় প্রেরণ করা হয় এবং হজ্জ্বযাত্রীদের তালিকা পুলিশসুপার জেলা বিশেষ শাখা ও সিভিল সার্জন,  বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

 

০২

মহিলা বিষয়ক, কুটিরশিল্প, বিসিক ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন

মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম এবং কুটির শিল্প, বিসিক শিল্প নগরী ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম তদারকি।

--------------------

--------------------------

০৩

ফরমস  ওষ্টেশনারী

সরকারী বি,জি, প্রেস খুলনা আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করে চাহিদা মোতাবেক সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়।

কিস্তি অনুযায়ী বরাদ্ধপ্রাপ্তির পর বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়

-------------------

০৪

নৃতাত্তিক জনগোষ্টি সংক্রান্ত

নৃত্তাত্তিক জনগোষ্ঠির তথ্য, সরকারী বরাদ্দ পূন:বর্ধন, প্রতিবেদন প্রেরণ।

-----------

--------------

০৫ দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম বিভিন্ন দিবস উদযাপন যেমন-বিশ্ব অটিজম দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস, বিশ্ব পানি দিবস, জাতীয় যুব দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি সুষ্ঠু ও সুন্দভাবে পালনে যথাযথ ক্রার্যক্রম গ্রহণ করা ।    

যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয়,বাগেরহাট
ভারপ্রাপ্ত কর্মকর্তা