Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

পীর খানজাহান আলী (রঃ) এর স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবনের কোলঘেঁষা এ জনপদে জেলা প্রশাসন, বাগেরহাটের পক্ষ থেকে সুস্বাগতম। তথ্য প্রযুক্তির সহায়তায় সরকারি সেবাসমূহ সহজে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বাগেরহাট জেলা পোর্টাল বাস্তবায়ন করা হয়েছে। এতে জেলা প্রশাসন কর্তৃক প্রদেয় সকল সেবা এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জানা যাবে। জেলার সংক্ষিপ্ত পরিচিতি, নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিবরণ,রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, টেন্ডার বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার, স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য, প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার এবং জেলা পর্যায়ের বিভিন্ন  সরকারি দপ্তরসমূহের কার্যক্রম ও কাঠামো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এ কার্যালয়ের বিবেচ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং বিজ্ঞপ্তিসমূহ নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করা হবে। এর ফলে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত হবে।

 

রূপকল্প-২০২১ বাস্তবায়নের অভিযাত্রায় বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। সরকার কর্তৃক গৃহীত নানামুখী উন্নয়ন কার্যক্রমের ফলে আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। উন্নয়নের এ ধারাকে আরো বেশি কার্যকর ও  বেগবান করে ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG’s) পূরণ, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং ২১০০ সালে ডেল্টা প্লান বাস্তবায়নের এ মহাসড়কে বাগেরহাট জেলা অবতীর্ণ হয়েছে অসীম সম্ভাবনা নিয়ে। খুলনা হতে মোংলাপোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প, খানজাহান আলী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দরে উন্নীতকরণ, সুন্দরবনে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, রামপাল উপজেলায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, উপকূলবর্তী এলাকায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ, বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে খাস জমিতে দীঘি খননসহ মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্প এ জেলায় বাস্তবায়ন হচ্ছে। সেবা প্রদানসহ উন্নয়নমুখী নানা প্রকল্প সুচারুরূপে বাস্তবায়নে আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য। তথ্য প্রযুক্তি নির্ভর এ শতাব্দীতে ওয়েব পোর্টালটি জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি অফিসের সঙ্গে জনগণের যোগাযোগ স্থাপন করে জেলা প্রশাসনের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে বলে আমি বিশ্বাস করি।

 

পরিশেষে ওয়েব পোর্টালটি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

 

মোহাঃ খালিদ হোসেন

জেলা প্রশাসক

বাগেরহাট